ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬

প্রকাশিত: ১৯:৩১, ১১ জানুয়ারি ২০১৬

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬

অনলাইন ডেস্ক ॥ ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল বেভারলি হিল্‌স-এ। রবিবার এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হলিউডের নক্ষত্ররা। টান টান উত্তেজনায় ভরপুর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমেডিয়ান রিকি জার্ভেইস। কারা পেলেন সেরার পুরস্কার দেখে নেওয়া যাক। • বেস্ট মোশন পিকচার(কমেডি)— দ্য মার্শান • বেস্ট মোশন পিকচার (ড্রামা)— দ্য রেলেভ্যান্ট • সেরা অভিনেত্রী (মোশন পিকচার, ড্রামা)— ব্রাই লারসন (‘রুম’-ছবির জন্য) • সেরা অভিনেত্রী (মোশন পিকচার, কমেডি)— জেনিফার লরেন্স (‘জয়’ ছবির জন্য) • সেরা অভিনেতা (মোশন পিকচার, ড্রামা)— লিওনার্ডো দ্য ক্যাপ্রিও (‘দ্য রেলেভ্যান্ট’ ছবির জন্য) • সেরা অভিনেতা (মোশন পিকচার, কমেডি)— সিলভাস্টার স্ট্যালোন (‘দ্য ক্রিড’ ছবির জন্য) • বেস্ট সাপোর্টিং রোল (মোশন পিকচার)— কেট উইন্সলেট (‘স্টিভ জোবস’ ছবির জন্য) • বেস্ট ডিরেক্টর— আলেজান্দ্রো গোঞ্জালেজ ইনারিতু (দ্য রেলেভ্যান্ট) • বেস্ট অ্যাক্টর (মিউজিক্যাল/কমেডি)— ম্যাট ড্যামন (দ্য মার্শান) • বেস্ট স্ক্রিনপ্লে— অ্যারন সরকিন (স্টিভ জোবস) • বেস্ট অরিজিনাল স্কোর— এনিও মরিকন (দ্য হেটফুল এইট) • বেস্ট মোশন পিকচার (অ্যানিমেটেড)— ইনসাইড আউট • বেস্ট অরিজিনাল সঙ— রাইটিং অন দ্য ওয়াল (স্পেক্টার) • বেস্ট মোশন পিকচার (ফরেন ল্যাঙ্গুয়েজ)— সন অব সল • বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা)— মিস্টার রোবট • বেস্ট টেলিভিশন সিরিজ (কমেডি)— মোত্জার্ট ইন দ্য জঙ্গল, আমাজন ভিডিও • বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ— উল্ফ হল, পিবিএস • বেস্ট অ্যাক্টর (টেলিভিশন সিরিজ, ড্রামা)— জন হ্যাম (ম্যাড মেন) • বেস্ট অ্যাক্টর (টেলিভিশন সিরিজ, কমেডি)— গেল গার্সিয়া বার্নাল (মোত্জার্ট ইন দ্য জঙ্গল) • বেস্ট অ্যাক্ট্রেস (টেলিভিশন সিরিজ, ড্রামা)— তারাজি পি হেনসন (এম্পায়ার) • বেস্ট অ্যাক্ট্রেস (টেলিভিশন সিরিজ, কমেডি)— র‌্যাচেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড) • বেস্ট অ্যক্ট্রেস (লিমিটেড টেলিভিশন সিরিজ/মোশন পিকচার ফর টেলিভিশন)— লেডি গাগা সূত্র : আনন্দবাজার পত্রিকা
×