ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পকলায় আজ দুইযে ছিল এক চাকর মঞ্চায়ন

প্রকাশিত: ২২:৪৬, ১০ জানুয়ারি ২০১৬

শিল্পকলায় আজ দুইযে ছিল এক চাকর মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ নাট্যকেন্দ্রের ১২ তম প্রযোজনায় ‘দুই যে ছিল এক চাকর’ নাটকের মঞ্চায়ন শিল্পকলার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ রবিবার সন্ধ্যা ৭ টায়। কার্লো গোলডোনির ‘দ্য সার্ভেন্ট অব টু মাস্টার’ নাটক অবলম্বনে নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। নাটকের কাহিনীতে দেখা যাবে চান্দগাঁও শহরের গোফরান আলী চৌধুরী তার কন্যা আনারকলির বিবাহ স্থির করেছিলেন তুরানের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল্লাহ দস্তগীরের সাথে। আবদুল্লাহ এক দ্বন্দযুদ্ধে মারা যায়। যার ফলে গোফরান চৌধুরী এখন তার কন্যা আনারকলির সাথে ঐ শহরের সম্ভ্রান্ত হেকিম জং বাহাদুর এর পুত্র সেলিম জং বাহাদুর এর বিবাহে সম্মতি দিয়েছেন। সেলিম ও আনারকলি একে অপরকে ভালবাসে। বিবাহের চুড়ান্ত কথাবার্তার দিন মঞ্চে আবির্ভূত হয় আবদুল্লাহ দস্তগীর। সে এখন দাবী করে আনারকলিকে। শুরু হয় টানাপোড়েন, কেননা গোফরান চৌধুরী বিয়ের যৌতুক উপঢৌকন হিসেবে আবদুল্লাহ দস্তগীরের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিলেন, ব্যবসায়িক স্বার্থও ছিল। আসলে আবদুল্লাহ দস্তগীরের ছদ্মবেশে হাজির হয়েছে তারই বোন মেহেরুননিসা। মেহেরুননিসা ভালবাসত শাহবাজ আলী খাঁ’কে। তার ভাই আবদুল্লাহ দস্তগীর সেটা মেনে নেয়নি। দ্বন্দযুদ্ধে শাহবাজের হাতে আসলেই মারা গিয়েছে মেহেরুননিসার ভাই আবদুল্লাহ দস্তগীর। মেহেরুননিসা টাকা পয়সাগুলো উদ্ধারের জন্যে এসেছে, কেননা তার প্রেমিকের জন্য টাকা পয়সাগুলো এখন খুব প্রয়োজন। মেহেরুননিসা সাথে করে নিয়ে এসেছে তার চাকর তৈমুর মিঞাকে। তৈমুর মিঞা সদ্য নিয়োগপ্রাপ্ত। ঘুরতে ঘুরতে এই শহরেই আসে শাহবাজ আলী খাঁ। মেহেরুননিসা আর শাহবাজ দু’জনেই ছদ্মবেশে - একই শহরে। ঘটনাচক্রে আর বেশী পয়সার লোভে তৈমুর মিঞা শাহবাজের চাকরীও নিয়ে ফেলে। শুরু হয় দুই চাকরীর নতুন টানাপোড়েন। নাটকে অভিনয় করেছেন সকিনা বেগম,সাদিকা ইয়াসমিন শান্তনা, লুসি তৃপ্তি গমেজ,শরীফ হোসেন ইমন, সাইফ উদ্দিন আহমেদ, ইউসুফ হাসান অর্ক, সংগীতা চৌধুরী প্রমূখ।
×