ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চোর ধরতে ফেসবুক!

প্রকাশিত: ০৬:৫৪, ২ জানুয়ারি ২০১৬

চোর ধরতে ফেসবুক!

ফেসবুক কেবল একটি সামাজিক যোগাযোগের মাধ্যম হলেও আজকাল এর বহুল ব্যবহার লক্ষণীয়। সম্প্রতি ফেসবুক নিয়ে মজার একটি ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে। ফেসবুকে চোরের সঙ্গে যোগাযোগ করে চুরি যাওয়া মালামাল ফেরত পাওয়ার দাবি করেছেন হ্যাটি আরমারস নামের এক নারী। নেদারল্যান্ডসের লিমবার্গের বিক টাউনে বড়দিনের কেনাকাটার সময় হ্যাটির একটি ব্যাগ খোয়া যায়। ওই ব্যাগে দরকারি অনেক জিনিসের সঙ্গে তিন শ’ ৫০ ইউরো ছিল। চুরি হওয়ার বিষয়টি হ্যাটি প্রথমে টের না পেলেও নজরদারি ক্যামেরায় চোরের ছবি ধরা পড়ে। এ ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন হ্যাটি। চোরকে খুঁজে বের করতে ফেসবুকে প্রচার শুরু করেন তিনি। চোরের পরিষ্কার একটি ছবি থাকায় তিনি ফেসবুকে তাকে পেয়ে যান। প্রথমে ফেসবুকে চোরের কাছে অর্থ ছাড়াই শুধু ব্যাগ আর দরকারি জিনিসপত্রগুলো ফেরত দেয়ার অনুরোধ করে একটি বার্তা পাঠান। ফেসবুকে হ্যাটির অনুরোধে চোর সাড়া না দিলে হ্যাটি তখন চোরের কাছে নজরদারি ক্যামেরায় ধরা পড়া পরিষ্কার ছবি পাঠিয়ে দেন। ওই চোর এরপর পারিবারিক চাপের মুখে হ্যাটির ব্যাগসহ অর্থ ফেরত দিতে রাজি হয়। কিন্তু চুরি করা অর্থ একবারে ফেরত দিতে না পারায় মাসিক ১০ ইউরো কিস্তিতে ওই অর্থ ফেরত নিতে রাজি হয়েছেন হ্যাটি। হ্যাট বলেন, ‘কেবল আমার বেখেয়াল থাকার সুযোগে ব্যাগ চুরি করেছিল চোর। সর্বস্ব লুটে নেয়ার কোন পরিকল্পনা ছিল না তার। সে যা করেছে, এটা তার ঠিক হয়নি। তবে সে আরেকটি সুযোগ পেতে পারে।’ সূত্র : ওয়েবসাইট
×