ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ৫৫১/৩ডি. ওয়েস্ট ইন্ডিজ ৯১/৬

প্রকাশিত: ২০:১৫, ২৭ ডিসেম্বর ২০১৫

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ৫৫১/৩ডি. ওয়েস্ট ইন্ডিজ ৯১/৬

অনলাইন ডেস্ক ॥ মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ৫৫১ রানে ইনিংস ঘোষনার পর ওয়েস্ট ইন্ডজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ওযেস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ৯১ রান। এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে ৪৬০ রাসে পিছিয়ে আছে। ফল-অন এনড়াতে এখন ওয়েস্ট ইন্ডজের প্রয়োজন ২৬১ রান। কিন্তু যখন ৪ উইকেট হাতে তখন এই রান তাড়া করে ফল-অন এড়ানো সম্ভব নয়। অস্ট্রেলিয়া গতকালের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলতে নেমে আজ তারা কোন উইকেট না হারিয়ে লাঞ্চের এক ঘন্টা পরে ৫৫১ রানে ইনিংস ঘোষনা করে। গতকাল অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করেছিলেন বার্নস ও খাজা। আজ সেঞ্চুরি করেছেন অধিনায়ক স্মিথ ও ভোগস। এই দুই ব্যটসম্যান যথাক্রমে ১৩৪ ও ১০৬ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষনা করেন। আজকের সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিযা আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজর সেঞ্চুরি পূর্ণ করেছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এখন ব্যাটিং করছেন ব্রাভো ১৩ ও ব্রেথওয়েট ৩ রানে। অস্ট্রেলিয়ার পেটিনশন, সিডেল ও লিয়ন পেয়েছেন ২টি করে উইকেট।
×