ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ

প্রকাশিত: ২৩:৫১, ২৪ ডিসেম্বর ২০১৫

বরিশালে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভোট কেন্দ্রে গাজর মার্কার এজেন্টদের দেখিয়ে ভোট না দিলে নির্বাচনের পরেরদিন সংখ্যালঘু ভোটারদের দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সংখ্যালঘু ভোটারদের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত হরিসেনা মহল্লার। ওই ওয়ার্ডের একাধিক কাউন্সিলর প্রার্থীরা জানান, কাউন্সিলর প্রার্থী হিসেবে আব্দুস সামাদ আকন মুন্না মনোনয়নপত্র দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় প্রাথমিক বাছাইয়ে রিটানিং অফিসার তা বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হয়ে সে (মুন্না) পূনরায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। ফলে হিন্দু অধ্যুষিত হরিসেনা গ্রাম থেকে একক প্রার্থী হয় আব্দুস সামাদ আকন মুন্না। ভাইয়ের প্রার্থীতা ফিরে পাওয়ার পরপরই এলাকায় আসেন কাউন্সিলর প্রার্থী মুন্নার ভাই বিমান বাহিনীর ওয়্যারলেস অফিসার আবুল কালাম আজাদ বাবু। ওই ওয়ার্ডের প্রতিদ্বন্ধি চার কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেন, বাবু এলাকায় বিমানবাহিনীর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক ভোটাররা অভিযোগ করেন, মুন্না তার গাজর মার্কায় দেখিয়ে ভোট দেয়া না হলে নির্বাচনের পরেরদিন তাদের দেখে নেয়ার হুমকি প্রর্দশন অব্যাহত রেখেছেন। কাউন্সিলর প্রার্থী মুন্না ও তার কতিপয় সমর্থকদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন সাধারন ভোটাররা। হুমকির অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ আকন মুন্না বলেন, সাবেক কাউন্সিলরের ব্যর্থতার জন্য জনগন যখন আমাকে সমর্থন দিয়েছে, তখন প্রতিদ্বন্ধি প্রার্থীরা আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে নানা কুৎসা রটাচ্ছে।
×