ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪০ বছর পর জোয়ারের পানি থেকে মুক্তি পাচ্ছে মংলাবাসী

প্রকাশিত: ২১:০০, ২৪ ডিসেম্বর ২০১৫

৪০ বছর পর জোয়ারের পানি থেকে মুক্তি পাচ্ছে মংলাবাসী

নিজস্ব সংবাদদাতা, মংলা॥ অবশেষে দিনে ও রাতে দুইবার জোয়ারের প্লাবন থেকে মুক্তি পাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক বন্দর শহর মংলা পৌরসভা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জোয়ারের পানি রোধে ঠাকুরানী খালের মুখে স্লুইজ গেট উদ্বোধন করা হয়েছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ স্লুইজ গেটটি উদ্বোধন করেন স্থানীয় এমপি তালুকদার আব্দুল খালেক । এ সময় পৌর মেয়র জুলফিকার আলী, উপজেলা চেয়ারম্যান মো.আবু তাহের হাওলাদার, স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গো উপস্থিত ছিলেন। আর এর ফলে জোয়ারের পানি শহরে প্রবেশ করতে পারবে না এমনটাই ধারণা এখানকার বাসিন্দাদের । খবর নিয়ে জানা যায়, খুলনা সিটি কর্পোরেশন থেকে ৪৮ কিলোমিটার দূরে মংলা পোর্ট পৌরসভা । ছায়া সুনিভিড় শান্ত এলাকা । কিন্ত পশুর নদীর জোয়ার ভাটাায় বদলে যায় এখানকার চেহারা। দিনে রাতে দুইবার জোয়ারের পানিতে তলিয়ে শহরে জোয়ারের পানি প্রবেশ রোধে পৌর উদ্যোগে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়ন ও নগর উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) আওতায় একাটি প্রজেক্ট হাতে নেওয়া হয়। এ প্রজেক্টের আওতায় মংলা নদীর পাড়ে বেড়ি বাঁধের উপর মেরিন ড্রাইভ রোড নির্মাণ, কাইনমারী, কেওড়াতলা ও কুমারখালী খাল খনন এবং ঠাকুরানী খালের উপর স্লুইজ জেটি নির্মাণ করা হয়েছে। স্লুইজ গেটটি আজ (বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়েছে। আর এর ফলে পুরোপুরি জোয়ারের পানির অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে মংলাবাসী।
×