ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে রাজাকার পরিবারের বিচার চায় শহীদ পরিবার

প্রকাশিত: ০৬:০৫, ২৪ ডিসেম্বর ২০১৫

 শ্রীপুরে রাজাকার পরিবারের বিচার চায় শহীদ পরিবার

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের ‘রাজাকার’ হযরত আলী ম-লের ছেলেসহ কয়েকজনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় কয়েকটি শহীদ পরিবার। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। ভাংনাহাটি গ্রামের শহীদ আলমগীর বাদশা আকন্দের ছেলে লোকমান হোসেন আকন্দ এবং শুক্কুর আলী ম-লের ছেলে গিয়াস উদ্দিন ম-ল অভিযোগ করেন, রাজাকার হযরত আলী ম-লের ছেলে ও কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান ম-ল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ম-ল বুলবুল, কথিত যুবনেতা চিহ্নিত সন্ত্রাসী আসাদুজ্জামান ম-ল ও কথিত আওয়ামী লীগ নেতা বাবুল ম-লের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে তারা এ সংবাদ সম্মেলন ডেকেছে। শহীদ পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পরও হযরত আলী ম-ল ও তার দোসরদের সন্তানদের হাত থেকে শহীদ পরিবারের সদস্যরা নিরাপদ নয়। প্রতিনিয়ত তাদের কাছে জিম্মি রয়েছি। রাজাকারের সন্তান কৌশলে যে দলটি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। স্থানীয়ভাবে যারা প্রশাসন চালান তারা ওই রাজাকারের সন্তান। ওই রাজাকারের সন্তানরা এলাকায় ভয় দেখিয়ে ভোট পান। আসন্ন পৌর নির্বাচনেও কাউন্সিলর পদপ্রার্থী অন্য ব্যক্তিদের ভয়ভীতি দেখাচ্ছেন তারা।’ -বিজ্ঞপ্তি।
×