ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওয়াজ শরীফের মাকে দেয়া কথা রেখেছেন সুষমা

প্রকাশিত: ০৫:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫

নওয়াজ শরীফের মাকে দেয়া কথা রেখেছেন সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চলতি মাসের প্রথম দিকে পাকিস্তান সফর করেন। দক্ষিণ এশিয়ার অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে হার্ট অব এশিয়া শীর্ষক সম্মেলনে যোগ দেয়াই ছিল তার ওই সফরের উদ্দেশ্য। কিন্তু ব্যক্তিগতভাবেও সফরটি ছিল সুষমার জন্য কিছুটা আবেগপূর্ণ। মঙ্গলবার ভারতের লোকসভাকে সে কথাই তিনি জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মা শামিম আখতারের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেছেন সুষমা। সুষমাকে তার নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষার আহবান জানিয়েছিলেন শামিম। শামিম তাকে বলেছিলেন, ‘আপনি আমার নিজের দেশ থেকে এসেছেন। কথা দিয়ে যান (দুই দেশের মধ্যে) সম্পর্ক স্বাভাবিক করে আপনি ফিরে যাবেন।’ সাক্ষাতকালে শামিম সুষমাকে জড়িয়ে ধরেন এবং তার কপালে চুম্বন করেন। সুষমার সঙ্গে পাকিস্তান সফরকারীদের সূত্রে জানা গেছে, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাক প্রধানমন্ত্রীর মায়ের কাছে আশীর্বাদ কামনা করেছেন। বলেছেন, ‘আপনার স্নেহধন্য সবকিছুই সুন্দর।’ সুষমার সঙ্গে আলাপকালে শামিম কয়েকবার ভারতকে নিজের দেশ বলে উল্লেখ করেন। পাক প্রধানমন্ত্রীর মায়ের জন্ম অবিভক্ত ভারতের অমৃতসর জেলার ভিম কাকাটরা এলাকায়। আলোচনাকালে তারা দুজনই বেশ আবেগমথিত ও স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশ বিভাগের পর শামিম এই প্রথম তার নিজের জন্মভূমির একজন মানুষের সঙ্গে সাক্ষাত পান। অন্যদিকে সুষমার জন্যও ঘটনাটি ছিল যথেষ্ট নস্টালজিক। নওয়াজ শরীফের মা জানান, দেশ বিভাগের পর তিনি আর কখনও নিজের জন্মস্থানে যেতে পারেননি, বিষয়টি তার জন্য বেদনাদায়ক। কেবল ব্যক্তিগত পর্যায়ে আবেগ আপ্লুত হওয়া নয়, সরকারীভাবে দেখলেও বলা যায়, সুষমার এই সফরের পর দুদেশের মধ্যে বরফ গলার লক্ষণ দেখা গেছে। দুই পক্ষ থমকে থাকা দ্বিপাক্ষিক সংলাপ ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সুষমাও এটি উপলব্ধি করেছেন যে, ব্যক্তিগত সুসম্পর্ক দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ইসলামাবাদ ছাড়ার আগে নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম নওয়াকে সুষমা বলেছিলেন, তোমার দাদিকে বল যে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার যে অনুরোধ তিনি আমাকে করেছিলেন আমি তা রেখেছি। এই সফরে নওয়াজ পরিবারের চার প্রজন্মের সঙ্গে সাক্ষাত করেন সুষমা। -ডেইলি টাইমস
×