ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসিকে নাজেহাল রিভার প্লেট সমর্থকদের

প্রকাশিত: ০৬:১২, ২৩ ডিসেম্বর ২০১৫

মেসিকে নাজেহাল রিভার  প্লেট সমর্থকদের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। ফাইনালে হেরে গেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভারপ্লেট। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি নিজ দেশের ক্লাবটির বিপক্ষেই বার্সার জার্সিতে গোল করেছেন। সেটিই ছিল ফাইনালে বার্সার গোলের সূচনা। পরে লুইস সুয়ারেজ জোড়া গোল করেন। আর এ কারণেই রিভার প্লেটের সমর্থকরা ক্ষুব্ধ ছিলেন মেসির ওপরে। টোকিওর নারিতা বিমানবন্দরে দলের সঙ্গে স্পেন যাত্রার আগে অপেক্ষায় থাকা মেসির ওপর সেই ক্ষোভ ঝেরেছেন উপস্থিত রিভার প্লেট সমর্থকরা। মেসিকে গালি-গালাজ করেই থেমে থাকেনি তারা, থুতুও ছুড়েছেন অনেকে। ইয়োকোহামায় রবিবার অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেসির একটি ও সুয়ারেজের দুটি গোলে ৩-০ ব্যবধানে রিভার প্লেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সিলোনা। তাই স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার মানুষ ও রিভার প্লেট সমর্থকরা দারুণ হতাশ হয়েছেন। আর সেই হতাশা ক্ষোভে রূপ নিয়েছে বার্সা সুপারস্টার মেসির ওপর। কারণ তিনি নিজে একজন আর্জেন্টাইন। সেই মেসিই কি না গোলের সূচনা করলেন নিজ দেশের ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের বিপক্ষে! স্বদেশী ক্লাবের বিপক্ষে গোল করার পর উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করে হাতও তুলেছিলেন মেসি। কিন্তু তাতে কি আর জ্বালা মেটে। নারিতা বিমানবন্দরে সুযোগ পেয়ে গেলেন রিভার প্লেট সমর্থকরা ক্ষোভ প্রকাশের। স্পেনে ফেরার জন্য বিমানবন্দরের যাত্রী লাইনে দাঁড়িয়ে ছিলেন মেসি। সেখানে পাসপোর্টসহ কাগজপত্র পরীক্ষা করে গ্রীন সিগনালের জন্য অন্য যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। তাকে কাছে পেয়েই রিভার প্লেটের একদল উগ্র সমর্থক গালি-গালাজ শুরু করেন। দু-একজন নাকি তাকে উদ্দেশ করে ছুড়ে দেন থুতুও। বিষয়টি আঁচ করতে পেরে জ্যাভিয়ের মাশ্চেরানো ও সুয়ারেজ এসে মেসিকে আগলে রাখেন। রিভার প্লেটের সমর্থকরা তাদের দলের সাবেক ফুটবলার মাশ্চেরানোর ওপরও ক্ষুব্ধ হন। পরে মেসি পরিস্থিতি সামলে স্বদেশী ফুটবল ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। মেসি বার্সায় যাওয়ার আগে ট্রায়ালে গিয়েছিলেন রিভার প্লেটে। তখন দলটি রোগাক্রান্ত মেসিকে নেয়নি। পরে স্পেনের ক্লাব বার্সেলোনা তাকে গ্রহণ করেন সপরিবারে। মেসি অবশ্য সেসব মনেই রাখেননি। কারণ স্বদেশী ক্লাবের বিপক্ষে গোলের পর সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাতও তুলেছেন। কিন্তু তবু ক্ষোভের আগুন তাকে স্পর্শ করল খুব বাজেভাবেই।
×