ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিও অলিম্পিক আকর্ষণীয় করার দাবি ব্রাজিলের

প্রকাশিত: ০৬:১১, ২৩ ডিসেম্বর ২০১৫

রিও অলিম্পিক আকর্ষণীয় করার দাবি ব্রাজিলের

স্পোর্টস রিপোর্টার ॥ নিদারুণ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল। দেশে এখন চলছে আর্থিক মন্দা। আট মাস বাকি আর পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক শুরুর। ৫ থেকে ২১ আগস্ট রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। তবে ওই সময়টাতে ব্রাজিলের রাষ্ট্র পরিচালনায় আসবে পরিবর্তন। বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ জনপ্রিয়তা হারাতে হারাতে এখন শূন্যের কোঠায় চলে গেছেন। জনগণের করের অর্থ চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং সেজন্য অভিশংসনের ঝুঁকিতে আছেন তিনি। অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকা ব্রাজিলে আসন্ন অলিম্পিক কতটা জাঁকজমকপূর্ণ করে সফলভাবে শেষ করা সম্ভব হবে সেটা নিয়েও এখন সংশয়। তবে ব্রাজিলের স্থানীয় আয়োজক কমিটি দাবি করছে দর্শনীয় ও মনোমুগ্ধকর একটি আয়োজন হবে। ইতোমধ্যেই ৮০ ভাগ প্রস্তুতিও শেষ হয়ে গেছে। শুরুর তিন মাস আগেই শতভাগ প্রস্তুত হয়ে যাবে আয়োজন এবং বিশ্বকে চমৎকার এক অলিম্পিক উপহার দেবে ব্রাজিল এমনটাই দাবি তাদের। গত বছর ব্রাজিলে আয়োজিত হয়েছে বিশ্বকাপ ফুটবল। ওই আয়োজন নিয়েও অনেক সমালোচনা এবং বিতর্ক হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন বিশ্বকাপ আয়োজনটা সফলভাবে শেষ করা সম্ভব হবে না। কিন্তু স্থানীয় আয়োজকরা সবসময়ই জোর দিয়ে বলেছিলেন প্রস্তুতি নিয়ে কোন সমস্যা নেই এবং ভালভাবেই শেষ করা হবে বিশ্বকাপ। সেটাই হয়েছে মনোমুগ্ধকর ও আকর্ষণীয়, জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে সফলতম এক বিশ্বকাপ দেখেছে বিশ্ববাসী। এবার আরেকটি চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে। এবার রিও শহরে অলিম্পিকের মতো বিরাট আসর। আর এটার আয়োজন অনেক বড়। কারণ ২০৬ দেশের প্রায় ১০ হাজার এ্যাথলেট সময়ের আগেই রিও শহরে চলে আসবেন।
×