ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০৬, ২৩ ডিসেম্বর ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২১. ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করেন- র. লর্ড মিন্টো রর. লর্ড মর্লে ররর. লর্ড রিপন নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২২. দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো- ক) ঈড়ৎৎঁঢ়ঃঁং খ) ঈড়ৎৎঁঢ়রড়হ গ) ঈড়ৎবঢ়ঃরড়হ ঘ) ঈড়ৎৎবপঃরড়হ ২৩. ২১ দফাভিত্তিক যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার রচনা করেন- ক) তাজউদ্দিন আহমদ খ) সাংবাদিক আবুল মনসুর আহমদ গ) ইয়াজউদ্দিন আহমদ ঘ) ফজলুল হক ২৪. পত্রপত্রিকার প্রতিবেদন মোতাবেক ঢাকার কত ভাগ খাদ্যদ্রব্যে ভেজাল পাওয়া গিয়েছে? ক) ৬৫ ভাগ খ) ৭০ ভাগ গ) ৭৫ ভাগ ঘ) ৮০ ভাগ ২৫. জেলা প্রশাসকের পদ কার্যকরী হয় কত সালে? ক) ১৭৬৫ সালে খ) ১৭৬৮ সালে গ) ১৭৬৯ সালে ঘ) ১৭৭০ সালে ২৬. পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে? ক) ১৬৫৭ সালে খ) ১৭৫৭ সালে গ) ১৭৬৫ সালে ঘ) ১৮৫৭ সালে ২৭. শহর এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিরক্ষা বাহিনী গঠনের অধিকার কাদের? ক) পৌরসভার খ) জেলা পরিষদ গ) থানা পরিষদ ঘ) উপজেলা পরিষদ ২৮. বাংলাদেশ স্থানীয় শাসনব্যবস্থার কয়টি ধরন দেখা যায়? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ২৯. এ পর্যন্ত বাংলাদেশে কতজন প্রধান নির্বাচন কমিশনার কর্মরত থেকেছেন? ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৭ জন ৩০. কে কর্ম অবসানের পরে প্রজাতন্ত্রের অন্যকোন কর্মে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না? ক) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক খ) প্রধানমন্ত্রী গ) রাষ্ট্রপতি ঘ) অর্থমন্ত্রী ৩১. এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে- ক) ১৯৭৯ সালে খ) ১৯৮২ সালে গ) ১৯৮৪ সালে ঘ) ১৯৮৮ সালে ৩২. স্যার নিনিয়ান কার বিশেষ দূত? ক) কমনওয়েলথ মহাসচিব খ) সার্ক মহাসচিব গ) জাতিসংঘ মহাসচিব ঘ) ন্যাটো মহাসচিব ৩৩. তৃণমূল পর্যায়ে-গভর্নেন্স চালু করার দায়িত্ব কাদের? ক) জেলা পরিষদ খ) থানা পরিষদ গ) উপজেলা পরিষদ ঘ) ইউনিয়ন পরিষদ ৩৪. ধর্মীয় শিক্ষাকে ব্যক্তিগত জীবনে অর্থবহ করে তোলার নির্মিত্তে হাজী শরীয়তউল্লাহ কোথায় গমন করেন? ক) মিসর খ) জেদ্দা গ) মক্কা ঘ) মদিনা ৩৫. ব্রিটিশ সরকারের বিমাতাসুলভ আচরণ এ অঞ্চলের মুসলমান সম্প্রদায়কে যা থেকে বঞ্চিত করে- ক) ভোটাধিকার খ) ধনসম্পদ গ) শিক্ষা ঘ) অধিকার ৩৬. তিতুমীর কার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? ক) জগৎ শেঠ খ) রায় দুর্লভ গ) ঈশানচন্দ্র রায় ঘ) কৃষ্ণদের রায় ৩৭. লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে- ক) স্বায়ত্তশাসিত ও সার্বভৌম খ) স্বায়ত্তশাসিত গ) সার্বভৌম ঘ) স্বাধীন ও সার্বভৌম ৩৮. ১৯৮৫ সালে গণ ভোটে শতকরা কতভাগ হ্যাঁ ভোট পড়েছিল? ক) ৬৩.১৯% খ) ৬৭.৪৯% গ) ৭১.২৯% ঘ) ৭২.১৫% ৩৯. ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রদেশসমূহে যা রাখা হয়নি- ক) রাজনীতি খ) পুলিশ বাহিনী গ) গভর্নর ঘ) স্বায়ত্তশাসন ৪০. ১৯১৯ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো- র. ভারতে দ্বিকক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা রর. উচ্চকক্ষের নাম রাষ্ট্রীয় সভা ররর. নিম্নকক্ষের নাম ব্যপস্থাপক পরিষদ নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. মুহম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান প্রতিষ্ঠার- র. তাত্ত্বিক বিবেচনা করা হয় রর. ব্যাখ্যাকর বিবেচনা করা হয় ররর. প্রচারক বিবেচনা করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪২. যেকোনো মানুষের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? ক) শক্তির খ) ক্ষমতার গ) নৈতিকতার ঘ) অর্থের ৪৩. প্রশাসনিক ট্রাইব্যুনাল বাংলাদেশ সংবিধানের কত নং অন্তর্ভুক্ত বিষয়াবলি দেখভাল করেন? ক) ১৭ নং খ) ২৭ নং গ) ৩৭ নং ঘ) ৪৭ নং ৪৪. উপমহাদেশে প্রথম সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠিত হয় কবে? ক) ১৯২৬ সালে খ) ১৯৩১ সালে গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৫ সালে ৪৫. বাজেট প্রণয়নের মূল ভূমিকা পালন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) অর্থমন্ত্রী গ) পররাষ্ট্রমন্ত্রী ঘ) দ্বাদশ সংশোধনী ৪৬. আজাদ যে কমিশনের মাধ্যমে শিক্ষক হয়েছে এই কমিশনটি কত সালে গঠিত হয়? ক) ১৯৭৭ সালে খ) ১৯৭৮ সালে গ) ১৯৭৯ সালে ঘ) ১৯৮০ সালে ৪৭. প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবেন না যারা- র. সংসদ সদস্য রর. রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ররর. প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪৮. কাদের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে নাগরিক সমাজ কর্তব্যপরায়ণ হয়ে ওঠে? ক) কেন্দ্রীয় সরকার খ) স্থানীয় সরকার গ) প্রাদেশিক সরকার ঘ) জাতীয় সরকার উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: মাহমুদ তার শিক্ষককে বলল, রাষ্ট্রপতি যেকোনো মামলা এবং আদালতে জবাবদিহিতা থেকে মুক্ত। তাহলে তো তিনি স্বেচ্ছাচারী হয়ে যাবেন। শিক্ষক মাহমুদকে রাষ্ট্রপতির অভিশংসন বুঝিয়ে দিলেন। ৪৯. প্রতিটি রাষ্ট্রের সংবিধানে কোন বিষয় সম্পর্কে উল্লেখ থাকে? ক) রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি খ) রাষ্ট্রপতির পুনর্বহাল গ) রাষ্ট্রপতির পর শূন্যতা ঘ) রাষ্ট্রপতির দায়িত্ব স্থানান্তর ৫০. আধুনিককালে কোন ধারণার সম্প্রসারণ ঘটেছে? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর : ২১. (গ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ক)
×