ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারতীয় ১৯ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা এয়ার ইন্ডিয়ার

প্রকাশিত: ০৬:০৪, ২৩ ডিসেম্বর ২০১৫

ভারতীয় ১৯ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে  যেতে বাধা এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়া রবিবার রাতে ১৯ ভারতীয় শিক্ষার্থীকে হায়দরাবাদ থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী ফ্লাইটে উঠতে দেয়নি। কারণ মার্কিন কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে জানিয়েছে, ওই শিক্ষার্থীরা ভর্তি হওয়া দুই বিশ্ববিদ্যালয় তাদের নজরদারির মধ্যে রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে গিয়ে যেন কোন ধরনের বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগেও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৪ শিক্ষার্থী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে সানফ্রান্সিসকো গিয়েছিল। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠিয়ে দেয়। ওই ১৪ শিক্ষার্থীর একজন দীপক বলেছে, মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দেয়া ছাড়পত্রে আমাদের ভিসা দেয় তারা। দীপক বিস্ময়ের সঙ্গে জানায়, যদি বিশ্ববিদ্যালয় দুটি কাল তালিকাতেই থাকে তাহলে মার্কিন কর্তৃপক্ষ আমাদের ভিসা দিল কেন। অপর এক শিক্ষার্থী জানায়, মার্কিন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করে ভারতে ফেরত পাঠিয়ে দেয়। এয়ার ইন্ডিয়া বলেছে, মার্কিন কাস্টমস এ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্সি শুক্রবার আমাদের জানিয়েছে যে, বিশ্ববিদ্যালয় দুটি; ক্যালিফোর্নিয়ার সান জোসের সিলিকন ভ্যালি এবং একই অঙ্গরাজ্যের ফ্রিমন্টের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক কলেজ তাদের নজরদারির মধ্যে রয়েছে। তারা আরও জানিয়েছে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যেই সানফ্রান্সিসকো পৌঁছেছে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না এবং শীঘ্রই ভারতে ফেরত পাঠিয়ে দেয়া হবে। তাই আমরা এই ১৯ শিক্ষার্থীকে হয়রানি থেকে এবং তাদের অর্থ বাঁচাতে সানফ্রান্সিসকো যেতে বাধা দেই।
×