ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্ধারিত সময়ের আগেই অটোমেশনে

প্রকাশিত: ০৫:১১, ২৩ ডিসেম্বর ২০১৫

নির্ধারিত সময়ের আগেই অটোমেশনে

সোনালী ব্যাংকের সাফল্যকোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় এসেছে সোনালী ব্যাংকের ৫০২টি শাখা। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে পারফরমেন্স কন্ট্রাক্ট (কেপিআই) স্বাক্ষরিত হয়। উক্ত কন্ট্রাক্টের অন্যান্য ইন্ডিকেটরের পাশাপাশি সোনালী ব্যাংকে ২০১৫ সালের মধ্যে ৫০০টি শাখা কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় নিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর ধারাবাহিকতায় সোনালী ব্যাংক নির্ধারিত সময়ের পূর্বেই ৫০২টি শাখা (সিবিএস)-এর আওতাভুক্ত করতে সক্ষম হয়েছে। ২০১৬ সালের মধ্যে ব্যাংকের সকল শাখা কোর ব্যাংকিং সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে, যার ফলে নতুন নতুন গ্রাহককে আকৃষ্ট করার মাধ্যমে ব্যাংকের ব্যবসা বৃদ্ধি পাবে এবং ব্যাংকও আর্থিকভাবে লাভবান হবে। Ñবিজ্ঞপ্তি।
×