ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র ইমাম হোসেনকে বাঁচাতে সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:০৪, ২৩ ডিসেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র ইমাম হোসেনের (১০) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। অন্য কিডনিও নষ্ট হওয়ার পথে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর জন্য তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। টাকার অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এমতাবস্থায়, শিশু ইমামের চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭২৮৫৫২৯৩৪ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবেÑহাফেজ মাওলানা জব্বার, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং -১৬৪১০১৩৯৯০১৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×