ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘মানব উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা’

প্রকাশিত: ০২:৩০, ২২ ডিসেম্বর ২০১৫

‘মানব উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা’

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়নে সবার আগে দরকার উচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা। এরপর দরকার অর্থনৈতিক নীতিসমুহ, চাকরির নীতিমালা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অগ্রসর মানব উন্নয়ন ধরে রাখতে হলে এসব নিয়ে আরও অনেক কাজ করতে হবে। ব্র্যাক ইন্সটিটিউট অফ গর্বর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার মানব উন্নয়ন ২০১৫‘ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক ড. সেলিম জাহান। সূচনা বক্তব্য দেন মাহবুব উল হক মানব উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা পরিষদের সদস্য এম সাইদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইন্সটিটিউট অফ গর্বর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারিয়া রহমান।
×