ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গজারিয়ায় জমিতে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্রের না করার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৩:৪৬, ২২ ডিসেম্বর ২০১৫

গজারিয়ায় জমিতে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্রের না করার দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ গজারিয়া উপজেলার ষোলআনী ও দৌলতপুর গ্রামে তিন ফসলি জমিতে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ না করার দাবী জানিয়েছে গ্রামবাসীরা। এই দাবীতে গ্রামবাসীরা মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে। স্থানীয় সূত্র জানায়, এখানে সরকারীভাবে ৩৫০ মেঘাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে। সরকারের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে। ষোলআনী ও দৌলতপুর গ্রামে ৩শ’ পঞ্চাশ একর তিন ফসলি জমি অধিগ্রহন প্রস্তুতি নিচ্ছে জেলা ভূমি অধিগ্রহন অফিস। খবর পেয়ে জমির মালিক ও গ্রামকবাসীরা এই প্রতিবাদ জানায়। গ্রামবাসী জানায়, সরকার প্রস্তাবিত এই তিন ফসলি জমির পরিবর্তে অন্য কোন জমিতে এই বিদ্যুত কেন্দ্রে করার দাবী জানিয়েছে। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) মো. কুদ্দুস আলী সরকার জানান, ৩৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রের প্রস্তাবনা পাওয়া গেছে। তবে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
×