ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিককে গুলির ঘটনায় দু’জন আটক

প্রকাশিত: ১৮:২৬, ২২ ডিসেম্বর ২০১৫

সাংবাদিককে গুলির ঘটনায় দু’জন আটক

অনলাইন রির্পোটার ॥ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা শেষে ফেরার পথে সাংবাদিককে গুলির ঘটনায় এক আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে রাউজান উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ ও যুবলীগকর্মী আবু সালেককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদের দু’জনই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের অনুসারী। গত ২২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার সময় রাউজানের গহিরা বাজারে মোহনা টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে স্টাফ রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন। এই ঘটনায় রাউজান থানায় একটি মামলা করা হয়। এই বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মোহনা টিভির গাড়িতে গুলি করার অভিযোগে আবদুল লতিফ ও আবু সালেককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেক গাড়িতে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
×