ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মতবিনিময় সভায় ইসি

নির্বাচন হবে সিসি টিভির মতোই স্বচ্ছ

প্রকাশিত: ০৫:৩২, ২২ ডিসেম্বর ২০১৫

নির্বাচন হবে সিসি টিভির মতোই স্বচ্ছ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ ডিসেম্বর ॥ পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী। তিনি সোমবার টাঙ্গাইলের ৮ পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান। তিনি বলেন, সব প্রার্থীই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা যা করা প্রয়োজন সকলের সহযেগিতায় তার সবই করা হবে। জাল ভোট দেয়ার আমল এখন আর নেই। নির্বাচন হবে সিসি টিভির মতোই স্বচ্ছ। যা সকলের কাছে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। বিশেষ জরুরী কাজ ও ভোট দেয়া ছাড়া এমপিরা পৌরসভার ভেতরে অবস্থান করতে পারবেন না। তিনি আরও বলেন, কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার সর্বোচ্চ শাস্তি ৬ মাসের জেল হতে পারে। ভোট কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা কোন নীতিমালা করা হয়নি। তবে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সাংবাদিক ও পর্যবেক্ষকদের লক্ষ্য রাখতে হবে। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার ও পৌর প্রার্থীরা ছিলেন। গলায় নৌকা ঝুলিয়ে ভোট চাইলেন মুক্তিযোদ্ধারা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ ডিসেম্বর ॥ ‘আমরা মুক্তিযোদ্ধা নৌকা মার্কায় ভোট চাই’ এই সেøাগান লেখা নৌকা প্রতীকসংবলিত কার্ড গলায় ঝুলিয়ে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের পক্ষে প্রচার চালাচ্ছেন গাইবান্ধার মুক্তিযোদ্ধারা। জেলা শহরের পৌরসভার পাড়া-মহল্লা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধারা গাইবান্ধা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোট প্রার্থনা করেন। মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার নেতৃত্বে এই নির্বাচন ক্যাম্পেইনে অন্যান্য মুক্তিযোদ্ধার মধ্যে ছিলেন- শাহ মাঈনুল ইসলাম শিপলু, আলী আকবর, রিয়াজুল হক খাজা, আবুল কাশেম, আব্দুর রশিদসহ বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা।
×