ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মারে

প্রকাশিত: ০৫:১৫, ২২ ডিসেম্বর ২০১৫

বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মারে

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতিই ব্রিটেনকে একটি বড় গৌরব এনে দিয়েছেন। ৭৯ বছর পর এই প্রথম টেনিসের বিশ্বকাপ ডেভিস কাপের শিরোপা জিতেছে ব্রিটেন। আর সেটা সম্ভব হয়েছে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা এ্যান্ডি মারের দুর্দান্ত নৈপুণ্যের কারণে। মারে টানা ৮টি সিঙ্গলস ও ৩টি ডাবলস ম্যাচ জিতেছেন। আর দেশকে এমন গৌরব এনে দেয়ার পেছনে অসামান্য অবদান রাখায় এবার বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কারের জন্য শেষ মুহূর্তে মনোনয়ন পেয়েছিলেন। রবিবার রাতে বেলফাস্টে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত মারেই হয়েছেন বিবিসির দৃষ্টিতে ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব। ১৯৩৬ সালে সর্বশেষ বার ডেভিস কাপ জিতেছিল ব্রিটেন। এবার সেই খরা কাটিয়েছেন মারে। সংক্ষিপ্ত তালিকায় অবশ্য তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন ফিউরি। আন্ডারডগ হয়েও ফিউরি খর্ব করে দিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ভøাদিমির ক্লিশকোর একক আধিপত্য। এ দু’জনই শেষ মুহূর্তে ঢুকেছেন সংক্ষিপ্ত তালিকায়। এ দু’জনের আগে ফেবারিট হিসেবে তালিকায় ছিলেন বিশ্ব হেপ্টাথলন চ্যাম্পিয়ন জেসিকা ইন্নিস হিল। এছাড়াও তালিকায় ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের দু’জন কীর্তিমান এ্যাথলেট। এবার বিশ্ব আসরের দূরপাল্লার দৌড়ে তৃতীয়বারের মতো ডাবল জয় করা মোহাম্মদ ফারাহ এবং লংজাম্পে বিশ্বচ্যাম্পিয়ন গ্রেগ রাদারফোর্ড। রাদারফোর্ড পঞ্চম ব্রিটিশ এ্যাথলেট হিসেবে একাধারে অলিম্পিক, কমনওয়েলথ গেমস, ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপসের স্বর্ণ জয় করেছেন। গত বছর বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হয়েছিলেন কার রেসে চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন।
×