ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোমরের জয়েন্টে রক্ত ক্ষরণ, মেধাবী ছাত্র শিপনকে বাঁচাতে সাহায্য দিন

প্রকাশিত: ০৫:০৭, ২২ ডিসেম্বর ২০১৫

কোমরের জয়েন্টে রক্ত ক্ষরণ, মেধাবী ছাত্র শিপনকে বাঁচাতে সাহায্য দিন

স্টাফ রিপোর্টার॥ মেধাবী ছাত্র শিপন কর্মকারকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কোমরের জয়েন্টে রক্ত ক্ষরণজনিত সমস্যায় ভুগছে সে। ফেনী সদর থানার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের ৭০ বছর বয়সী জহরলাল কর্মকারের একমাত্র ছেলে শিপন। দীর্ঘদিন যাবত এই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে সে। আর্থিক অনটনের কারণে এসএসসি পাস করেও শিপন কলেজের দরজায় পৌঁছাতে পারেনি। কোমরের জয়েন্ট নষ্ট হয়ে যেতে থাকায় তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। বর্তমানে সে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠান ((নিটোর) ডাঃ শ্যামল দেবনাথের চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার জানিয়েছেন তার জরুরী অপারেশন করা প্রয়োজন। এ জন্য খরচ হবে প্রায় ১০ লাখ টাকা। আর্থিকভাবে অসচ্ছল তার মাতা-পিতার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। দীর্ঘ ১০ বছর ছেলের চিকিৎসা চালাতে গিয়ে খেটে খাওয়া পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। এমতাবস্থায় পিতা-মাতার একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করছেন শিপনের অসহায় পরিবার। চিকিৎসার জন্য সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন বিকাশ করা এই মোবাইল নম্বরে ০১৮৫১২২৭৫৫৭-এ। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×