ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে ভূমিধসে নিখোঁজ ৯১

প্রকাশিত: ২১:৫৪, ২১ ডিসেম্বর ২০১৫

চীনে ভূমিধসে নিখোঁজ ৯১

অনলাইন ডেস্ক ॥ চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে ভূমিধসে একটি শিল্পপার্কের ৩৩টি ভবন চাপা পড়ে ৯১ জন নিখোঁজ রয়েছেন। এসব লোকজনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারী, তাদের খোঁজে ঘটনাস্থলে কয়েকশত উদ্ধারকারী তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রোববারের এ ঘটনায় অল্প আঘাত পাওয়া সাতজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ৯১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলের তিনটি আলাদা জায়গা থেকে ‘জীবনের সাড়া’ পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভূমিধসে বিধ্বস্ত হওয়ার আগেই শিল্পপার্কটি থেকে ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেনঝেন চীনের অন্যতম বৃহত্তম শহর এবং অন্যতম প্রধান শিল্পকেন্দ্র। হংকং সীমান্তজুড়ে শহরটির অবস্থান। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, ৬০ হাজার বর্গমিটারের একটি এলাকা ছয় মিটার কাদার নিচে চাপা পড়েছে। ভূমিধসে নিকটবর্তী একটি পেট্রলপাম্পে বিস্ফোরণ ঘটে। শেনঝেনের জরুরি বিভাগের প্রধান য়াং ফেং জানিয়েছেন, ৩৩টি ভবন চাপা পড়েছে অথবা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ভবনের মধ্যে তিনটি শ্রমিক ডর্মেটরি, কয়েকটি ফ্যাক্টরি ও দপ্তর, একটি ক্যান্টিন এবং অন্যান্য কয়েকটি ভবন রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, নির্মাণকাজের বর্জ্যের বিশাল স্তূপ ধসে ভূমিধসের ঘটনাটি ঘটে।
×