ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরলোকে কবি ভূমেন্দ্র গুহ

প্রকাশিত: ০৮:০২, ২১ ডিসেম্বর ২০১৫

পরলোকে কবি ভূমেন্দ্র গুহ

রখ্যাত কবি, সাহিত্য সমালোচক ও জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহ রবিবার ভোর পাঁচটায় কলকাতায় পরলোক গমন করেছেন। ডাঃ বিএন গুহ রায় চৌধুরী নামে পরিচিত ভূমেন্দ্র গুহ। গত ১৪ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতা মেডিক্যালে ভর্তি হন। ১৮ ডিসেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। দুপুরে নিমতলা শ্মশানঘাটে তাকে দাহ করা হয়েছে। কবি ভূমেন্দ্র গুহ ১৯৩৩ সালের ২ আগস্ট মধ্যপ্রদেশের বিলসাপুরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি কার্ডিয়াক সার্জন ছিলেন। তিনি হৃদরোগ ও চিকিৎসা বিষয়ে দেড় শতাধিক গবেষণাপত্র রচনা করেছেন। পেশার পাশাপাশি তিনি ছিলেন জীবনানন্দ গবেষক। জীবনানন্দ দাশের মৃত্যুর পর তিনি ‘কবিতার কথা’, ‘রূপসী বাংলা’, ‘বেলা অবেলা কালবেলা’ এবং উপন্যাস ‘মাল্যবান’-এর পা-ুলিপি প্রস্তুত করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জীবনানন্দের পাঠোদ্ধারে ব্যস্ত ছিলেন। কবি ভূমেন্দ্র গুহের প্রকাশিত কবিতা গ্রন্থের সংখ্যা ১০। তার শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয় ২০০৫ সালের বইমেলায়। তার লেখালেখির সময়কাল ছিল ১৯৫৫ থেকে ১৯৫৮ এবং! ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত। Ñবিজ্ঞপ্তি
×