ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গেইলের ৬শ’ ছক্কার রেকর্ড

প্রকাশিত: ০৪:১৮, ২১ ডিসেম্বর ২০১৫

গেইলের ৬শ’ ছক্কার রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব টি২০তে ৬শ’ ছক্কা হাঁকানোর বিরল কৃতিত্ব দেখালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ ছক্কার রেকর্ড গড়েছেন জ্যামাইকন ব্যাটিং দানব। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিসবেন হিটের বিপক্ষে এ অর্জনে নাম লেখান তিনি। ২২৭ ম্যাচে ৬শ’ বার বল ওভার বাউন্ডারিতে পাঠানো গেইলের চারের সংখ্যা ৬৫৩। সর্বোচ্চ চারের রেকর্ডটি অবশ্য ব্র্যাড হজের। ক্লাব টি২০তে সাবেক অস্ট্রেলিয়ানের বাউন্ডারি ৬৬৪। ৬০৫ চার নিয়ে তৃতীয় স্থানে বর্তমান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। সর্বাধিক ছক্কা হাঁকানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গেইলেরই স্বদেশী অলরাউন্ডার কাইরন পোলার্ড। তার সংখ্যা ৩৮৮। আর ২৯০ ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে ম্যাককুলাম। ক্লাব টি২০ ক্রিকেটে গেইলের আরও কিছু রেকর্ড তুলে ধরা হলোÑ (১) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২০১৩ আসরে অধুনা বিলুপ্ত সাহারা পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩০ বলে সেঞ্চুরি করেন গেইল। (২) ওই ইনিংসে ১৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি, যা একই সঙ্গে সংক্ষিপ্ত ভার্সনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও। ৬৬ বল মোকাবেলায় তিনি ১৩ চার এবং ১৭ ছক্কা হাঁকিয়েছিলেন। (৩) টি২০ ক্রিকেটে ক্যারিয়ার সর্বোচ্চ রানের মালিকও গেইল। ৪৪.১৩ গড়ে তার মোট রান ৮৩৮৬। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান হজের রান ৬৭১৭। (৪) সবচেয়ে বেশি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির মালিকও গেইল।
×