ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজের প্রস্তাব!

প্রকাশিত: ০৪:১৮, ২১ ডিসেম্বর ২০১৫

জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজের প্রস্তাব!

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুইয়ে ক্রিকেট দলের। পূর্ণাঙ্গ একটি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই জিম্বাবুইয়ে গত নবেম্বরেই বাংলাদেশ সফর শেষ করেছে। অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত তুলে আসেনি অস্ট্রেলিয়া। সে কারণে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছে টাইগাররা। এবার সূচী অনুসারে জিম্বাবুইয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট খেলার কথা। কিন্তু কিছুদিন পরেই এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপ। এ কারণে জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন সিরিজেও টি২০ খেলা পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন প্রস্তাব দেয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন কথা জানান তিনি। তবে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। আগামী বুধবার ক্রিকেট পরিচালনা বিভাগের আলোচনায় বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে না আসায় বাংলাদেশের ক্রিকেট সূচীতে খানিকটা পরিবর্তন এসেছে। জানুয়ারিতে জিম্বাবুইয়ে দল আসার কথা থাকলেও ক্ষতি পুষিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছে তারা। আগামী মাসে টেস্ট সিরিজ খেলার কথা তাদের। কিন্তু আসন্ন টি২০ এশিয়া কাপ ও বিশ্বকাপ টি২০ আসরের জন্য সেটা তেমন ফলপ্রসূ হবে না বলেই মনে করছে বিসিবি। এ বিষয়ে পাপন বলেন, ‘এটা নিয়ে এখনও আমরা কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু কোচ, অধিনায়ক, নির্বাচক কমিটি এবং আমরা এক সঙ্গে বসে একটা সভা করব। আমার ধারণা এটা খুব শীঘ্রই হয়ে যাবে। হলে আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’ ক্রিকেট পরিচালনা বিভাগের পরবর্তী সভায় আগামী বুধবারই বিষয়টি নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে দুই টি২০ ম্যাচ থাকবে এই সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে সামনে দুটি বড় আসর টি২০ ফরমেটে। এ কারণেই এমন চিন্তাভাবনা বিসিবির। এ বিষয়ে পাপন বলেন, ‘টেস্ট আমরা পরেও খেলতে পারব। কারণ টি২০ বিশ্বকাপের পর আগস্ট পর্যন্ত আমাদের বড় একটা বিরতি আছে। আমার ধারণা টেস্টের জন্য জিম্বাবুইয়েকে আমরা সব সময়ই আনতে পারব ওই সময়টায়।’ শুধু জিম্বাবুইয়েই নয়, বিশ্বকাপের পর টেস্টের জন্য বড় কোন দলকে আনার ইঙ্গিতও দিয়ে রাখলেন বিসিবি সভাপতি। তবে এই মুহূর্তে শুধু টি২০ নিয়েই ভাবতে বলছেন তিনি, ‘ওই সময়ে অন্য দলকেও পাব। যেহেতু একটা গ্যাপ আছে। কিন্তু বিশ্বকাপের আগে টি২০ খেলার সুযোগটা পাব না।
×