ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোভারটিজের সঙ্গে জিএসকের চুক্তি

প্রকাশিত: ০৪:১৫, ২১ ডিসেম্বর ২০১৫

নোভারটিজের সঙ্গে জিএসকের চুক্তি

জায়ান্ট ব্রিটিশ গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও সুইস নোভারটিজের মধ্যে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তির আলোকে বাংলাদেশেও এ দুটি কোম্পানি চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। চুক্তির আলোকে এ দুটি কোম্পানি তাদের বেশকিছু উৎপাদিত পণ্য একে অপরে কিনে নেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এখানে প্রসঙ্গত, চলতি বছরের মার্চে একে অন্যের ব্যবসা কিনে নেয়ার চুক্তি সম্পন্ন করেছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও সুইস নোভারটিজ। সম্পাদিত চুক্তি অনুসারে ১ হাজার ৪৫০ কোটি ডলারে জিএসকের ক্যান্সার ওষুধের ব্যবসা কিনে নেবে নোভারটিজ। অন্যদিকে নোভারটিজের টিকা ব্যবসার সিংহভাগই কিনে নেবে জিএসকে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×