ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় একদিকে ধান কাটা অন্যদিকে রোপণের ধুম

প্রকাশিত: ০৩:৫৬, ২১ ডিসেম্বর ২০১৫

খুলনায় একদিকে ধান কাটা অন্যদিকে রোপণের ধুম

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঘর থেকে বের হওয়াই দায়। প্রতিকূল এ অবস্থার মধ্যে কৃষকদের ঘরে বসে থাকার উপায় নেই। শীতের তীব্রতা ও কুয়াশা উপেক্ষা করে ভোর হতে না হতেই খুলনার কৃষকরা মাঠে নেমে পড়ছেন। কেউ কেউ আমন ধান কাটায় ব্যস্ত। আবার অনেকে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। খুলনা অঞ্চলে এখন আমন ধান কাটার ভরা মৌসুম। পাশপাশি চলছে বোরো ধান চাষাবাদের কাজ। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এবার ৯২ হাজার ৪৪২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। খুলনা অঞ্চলে নাবিতে আমন ধানের চাষাবাদ হওয়ায় পৌষ মাসজুড়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলবে। আমন ধান কাটার পাশপাশি কৃষকরা বোরো চাষ শুরু করেছেন। ইতোমধ্যে যেসব জমি থেকে আমন ধান কেটে বাড়ি তোলা হয়েছে সেসব জমিতে কৃষকরা বোরো ধানের চাষ শুরু করেছেন। কেউ জমিতে পানি সেচ দিয়ে হালচাষ করছেন, কেউ মই ও কোদাল দিয়ে জমির উঁচু-নিচু সমান করে বীজতলা তৈরি করছেন, কেউ বা ফেলছেন বীজ। যারা আগাম বীজতলা তৈরি করেছিলেন তাদের জমিতে চারা বড় হতে শুরু করেছে। চারার পরিচর্যাও করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি বোরো মৌসুমে খুলনা জেলার ৯ উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় ৫০ হাজার ৬শ’ ২৭ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
×