ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন: হাফিজ

প্রকাশিত: ০৩:০০, ২০ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন: হাফিজ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপার্সনন খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফিজ বলেন, সরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে। নির্বাচন কমিশনকে বলব, মেরুদন্ড সোজা করে দাঁড়ান। যারা নির্বাচনে বিশৃংখলা করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন। তিনি বলেন, পৌর নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হবে না। তবে সরকার কেন উদার হতে পারে না? আশা করি গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন করবে সরকার। আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
×