ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ১২ বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত বিজিবি সদস্যকে সন্মাননা প্রদান

প্রকাশিত: ২২:১৯, ২০ ডিসেম্বর ২০১৫

ফেনীতে ১২ বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত বিজিবি সদস্যকে সন্মাননা প্রদান

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত ১২ মুক্তিযোদ্ধা বিজিবি সদস্যকে সন্মাননা দিয়েছে ফেনীস্থ বর্ডারগার্ড ব্যাটালিয়ন ৪ বিজিবি। জলস্কর ব্যাটালিয়ন সদর দপ্তরে রবিবার দুপুরে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সন্মাননা প্রদান করা হয়্। ইতোমধ্যে অনেক খেতাবপ্রাপ্ত বিজিবি সদস্য মারা যাওয়ায় তাদের পক্ষে তাদের স্ত্রী ও সন্তানরা সন্মাননা গ্রহন করেন। সন্মাননাপ্রাপ্তরা হচ্ছেন বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত ডিএডি মুজাফ্ফর আহম্মদ, সুবেদার মেজর আবদুর রউফ মজুমদার, সুবেদার মো: লনি মিয়া,সুবেদার আব্দুল গনি, সুবেদার মফিজুর রহমান, হাবিলদার ওয়াজি উল্লা, হাবিলদার মো: আবদুল গফুর, হাবিলদার মো: ইব্রাহিম, হাবিলদার মো: আবুল হাসেম, নায়েক মো: তোফায়েল আহমেদ, সিপহী মো: লোকমান, সিপাহী রবিউল হক। সহকারী পরিচালক এবিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নে ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারাবী।অনুষ্ঠান শেষে প্রতীভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×