ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫টি সংগঠন আইএসের স্থলাভিষিক্ত হতে প্রস্তুত

প্রকাশিত: ২১:১৭, ২০ ডিসেম্বর ২০১৫

১৫টি সংগঠন আইএসের স্থলাভিষিক্ত হতে প্রস্তুত

অনলাইন ডেস্ক॥ নতুন এক সমীক্ষায় বলা হচ্ছে, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট পরাস্ত হলে অন্তত পনেরোটি বিদ্রোহী সংগঠন তাদের স্থলাভিষিক্ত হবার জন্য প্রস্তুত রয়েছে। সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিকস নামের সংস্থাটি বলছে, সিরিয়ার যত বিদ্রোহী রয়েছে তাদের অন্তত ষাট শতাংশকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করা যায়। এই গবেষণা সংস্থাটির সাথে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্ত রয়েছেন। সিরিয়া ও ইরাকে সম্প্রতি বিমান হামলা জোরদার করেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিক্স বলছে, বিশ্ব সম্প্রদায়ের জন্য এখন সবচাইতে বড় বিপদের খবর হলো তারা যাদেরকে আইএস এর মতবাদ ধারণ করার পরও অবহেলা করা হচ্ছে। এ ধরণের এক লাখের মত যোদ্ধা এখন রয়েছে বলে সংস্থাটি উল্লেখ করছে। সংস্থাটি বলছে, 'শুধুমাত্র আইএস এর উপর দৃষ্টি নিবদ্ধ রেখে কৌশলগত ব্যর্থতার ঝুঁকি নিচ্ছে পশ্চিমারা'। "আইএসের সামরিক শাখাকে পরাস্ত করার মাধ্যমে বিশ্বব্যাপী চলমান জিহাদের পরিসমাপ্তি টানা যাবে না। আমরা একটি আদর্শের উপর বোমা নিক্ষেপ করতে পারিনা। অথচ আমাদের যুদ্ধটা আদর্শিক'। সংস্থাটি এই বলেও সতর্ক করে দিচ্ছে যে আইএস যদি হেরে যায়, তাহলে এটির যোদ্ধারা ছড়িয়ে পড়বে এবং তারা অন্যান্য চরমপন্থিদের সাথে মিলে সিরিয়ার বাইরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই বলে হামলা চালাবে যে, 'পশ্চিমারা আমাদের খেলাফত ধ্বংস করে দিয়েছে'। সূত্র : বিবিসি বাংলা
×