ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলে গেলেন কবি ভূমেন্দ্র গুহ

প্রকাশিত: ১৯:০৪, ২০ ডিসেম্বর ২০১৫

চলে গেলেন কবি ভূমেন্দ্র গুহ

অনলাইন ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও গবেষক ভূমেন্দ্র গুহ মারা গেছেন। প্রস্টেটের ক্যানসারে আক্রান্ত কবি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর রবিবার সকালে পরলোক গমন করেন। ভূমেন্দ্র গুহের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী জ্যোৎস্না গুহ ও মেয়ে ইন্দ্রানী গুহকে রেখে গেছেন। কলকাতার নিমতলায় রবিবারই তার শেষকৃত্য সম্পন্ন হবে। পঞ্চাশের দশকের বিখ্যাত ‘ময়ূখ’ কবিতা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ভূমেন্দ্র কবি জীবনানন্দ দাশের শেষ দুই বছরের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন। জীবনানন্দের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির পাঠোদ্ধারে তার ভূমিকাকে অসামান্য মনে করেন গবেষকরা। ভূমেন্দ্র গুহের জন্ম ১৯৩৩ সালের ২ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের বিলাসপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সার্জারিতে এমএস করেছেন। ষাটের দশকে ভারতে প্রথম যে ওপেনহার্ট সার্জারি হয়, তার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার প্রকাশিত কবিতা গ্রন্থ ১১টি। এছাড়া একটি অনুবাদ গ্রন্থও আছে; আর্তুর র‌্যাবোর ‘নরমে এক ঋতু’। বাংলা ভাষায় তিনিই প্রথম স্যাফোর কবিতা অনুবাদ করেন ১৯৫০ সালে। বাংলাদেশ থেকেও সম্প্রতি তার সম্পাদনায় জীবনানন্দ দাশের কবিতা বেরিয়েছে।
×