ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আত্মঘাতী সংঘাত যেন আর না হয়’

প্রকাশিত: ১৮:২৭, ২০ ডিসেম্বর ২০১৫

‘আত্মঘাতী সংঘাত যেন আর না হয়’

অনলাইন রির্পোটার ॥ বিদ্রোহের মতো আত্মঘাতী সংঘাতের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সীমান্ত রক্ষা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পিলখানায় বাহিনীর সদর দপ্তরে বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে এই পিলখানায় বিডিআর বাহিনীতে বিদ্রোহের সূত্রপাত ঘটে। ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭২ জন প্রাণ হারান। বিদ্রোহের ওই ঘটনাটিকে ইতিহাসের একটি ‘কালো অধ্যায়’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “সে সময় সরকার গঠনের পরপরই বিদ্রোহের একটি রক্তাক্ত অধ্যায় আমাদের মোকাবেলা করতে হয়েছিল।” এই বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা তুলে ধরে তিনি বলেন, “সতর্ক থাকবেন, ভবিষ্যতে কখনও এমন আত্মঘাতী সংঘাত যেন সৃষ্টি না হয়।”
×