ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত: ১৮:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৫

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এবং সরকারের অবস্থান উল্লেখ করে একটি কূটনৈতিক চিঠি (এইড মেমোয়ার) দেয়া হয় তার কাছে। উল্লেখ্য সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির মধ্যে গোলাগুলিতে এক বাংলাদেশী নিহত হয়। পরের দিন মঙ্গলবার ডিসেম্বর একই জায়গায় মিয়ানমারের বাহিনীর গুলিতে একজন আহত হয়।
×