ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাকাত-পুলিশ গুলি বিনিময় পলাতকদের ধরতে মরিয়া হবিগঞ্জ ডিবি পুলিশ

প্রকাশিত: ০৫:৩১, ১৯ ডিসেম্বর ২০১৫

ডাকাত-পুলিশ গুলি বিনিময় পলাতকদের ধরতে মরিয়া হবিগঞ্জ ডিবি পুলিশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ ধুলিয়াখাল বাইপাস সড়কে বাগমারা ব্রিজের বন্দুকযুদ্ধের পর পলাতক ডাকাত পাকড়াওয়ে মরিয়া পুলিশ। ডিবি পুলিশ ও আশপাশের বিভিন্ন সন্দেহজনক স্থানে চালাচ্ছে অভিযান। এদিকে গুলিবিদ্ধ ও গণপিটুনির শিকার আটক ৫ ডাকাত জেলার চুনারুঘাট উপজেলাধীন কচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী, সাটিয়াজুড়ী গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া, বি-বাড়ীয়া জেলাধীন আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া, একই জেলাধীন কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলাধীন আব্দাখাই গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলীর অবস্থা এখনও সঙ্কটাপন্ন। পুলিশি প্রহরায় তাদের চিকিৎসা চলছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওই স্থানে বন্দুকযুদ্ধের পর গণপিটুনির শিকার হয় ডাকাত দল। এ সময় কয়েক ডাকাত পালিয়ে যায়।
×