ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্থায়ী ক্যাম্পাসে হামদর্দ ভার্সিটির বোর্ড সভা

প্রকাশিত: ০৫:৩০, ১৯ ডিসেম্বর ২০১৫

স্থায়ী ক্যাম্পাসে হামদর্দ ভার্সিটির বোর্ড সভা

মেঘনা সেতুর সন্নিকটে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় মেঘনা ও ফুলদী নদীর তীরে সুবিশাল পরিসরে নির্মাণাধীন নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাঃ এমআর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেনÑ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান কাজী গোলাম রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং হামদর্দের চীফ মুতওয়াল্লী ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, ওয়াক্ফ প্রশাসক ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফয়েজ আহমেদ ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ একে আজাদ খান, লেফটেন্যান্ট জেনারেল (অব) আবু তৈয়ব মোঃ জহিরুল আলম, এটিএম আহমেদুল হক চৌধুরী, ড. হাকীম রফিকুল ইসলাম, কাজী মনসুর-উল-হক, মোঃ আনিসুল হক, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, লে. কর্নেল (অব) মাহবুবুল আলম চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, মিহির চক্রবর্তী, ডাঃ হাকীম নার্গিস মার্জান, মেজর (অব) ইকবাল মাহমুদ চৌধুরী, সাইফুদ্দিন মুরাদ ভূঁইয়া, উপাচার্য ড. তানভীর আহমেদ খান, ট্রেজারার রফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার লুৎফর রহমান। Ñবিজ্ঞপ্তি
×