ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেজিংয়ে ধোঁয়াশা, দ্বিতীয় দফা রেড এ্যালার্ট

প্রকাশিত: ০৩:৫১, ১৯ ডিসেম্বর ২০১৫

বেজিংয়ে ধোঁয়াশা, দ্বিতীয় দফা রেড এ্যালার্ট

চীনের রাজধানীতে ধোঁয়াশার কারণে দ্বিতীয় দফায় দূষণজনিত ‘রেড এ্যালার্ট’ জারি করা হয়েছে। এক সপ্তাহের কিছু বেশি আগে বেজিংয়ে একই কারণে প্রমবারের মতো এ ধরনের ‘ রড এ্যালার্ট’ জারি করা হয়েছিল। খবর এএফপির। দ্বিতীয় দফায় ‘রেড এ্যালার্ট’ জারির পরিপ্রেক্ষিতে বেজিং আবহাওয়া সেবা বিভাগ জানিয়েছে, বায়ুদূষণের কারণে শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ঘন ধোঁয়াশা থাকবে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলের জিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলের হারবিন পর্যন্ত এলাকায় ধোঁয়াশার প্রভাব থাকবে। বেজিংয়ে বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির প্রেক্ষিতে গাড়ি চলাচল, কলকারখানা ও ভবনের কাজকর্ম সীমিত করে দেয়া হয়েছে। সরকার সারাদেশে পরিবেশের ক্ষতিকর দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
×