ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল তুরস্ক সমঝোতা

প্রকাশিত: ০৩:৫০, ১৯ ডিসেম্বর ২০১৫

সম্পর্ক স্বাভাবিক  করতে ইসরাইল তুরস্ক সমঝোতা

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী একটি তুর্কি জাহাজে ইসরাইলী নৌসেনার হামলার জেরে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশ দুটির মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। ইসরায়েলী এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। গত ২০১০ সালে গাজামুখী ওই জাহাজে আকস্মিক হামলা চালিয়ে ১০ তুর্কি আন্দোলনকারীকে হত্যা করেছিল ইসরাইলী নৌসেনারা। অজ্ঞাতনামা ওই ইসরাইলী কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিতে ইসরাইলের বিরুদ্ধে তুরস্কের সব অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে নিহত আন্দোলনকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তুরস্ক কিংবা ইসরাইল কোনপক্ষই বিষয়টির সত্যতা সরকারীভাবে নিশ্চিত করেনি। সুইজারল্যান্ডে ইসরাইল ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে হওয়া এক বৈঠকে এ বিষয়ে সমঝোতামূলক প্রাথমিক চুক্তি হয়েছে বলে খবরে প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ওই চুক্তিতে দেশ দুটির মধ্যে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে ওই ইসরাইলী কর্মকর্তা জানিয়েছেন। এমনকি ইসরাইল থেকে তুরস্কে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করার বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে বলে জানা গেছে। তুরস্কে প্রধান গ্যাস সরবরাহকারী দেশ রাশিয়া। কিন্তু সম্প্রতি একটি রুশ বোমারুবিমান তুর্কি যুদ্ধবিমানের গুলিতে সিরীয় সীমান্তে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক চরম তিক্ত পর্যায়ে পৌঁছেছে।
×