ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

প্রকাশিত: ২২:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥“বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, ইসলামী ব্যাংক সহকারী ভাইস প্রেসিডেন্ট নুরুল হোসাইন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, গনমাধ্যম কর্মী মহিউদ্দিন মুরাদ, ডাচবাংলা ব্যাংক কর্মকর্তা মামুনুর রহমান, শ্যামলী আইডিয়েল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, ব্র্যাক কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। সভায় বক্তারা বিদেশ যেতে হলে দক্ষতা অর্জন করে, ইংরেজীসহ সে দেশের ভাষা শিখে যাচাই বাছাই করে বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেন।
×