ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:২৪, ১৮ ডিসেম্বর ২০১৫

পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে  ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন অভিযোগে রাজধানীর বেসরকারী হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও মেডিক্যাল কলেজ হাসপাতালকে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে এই দ- দেয়। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনুমোদন ছাড়া ব্লাড ব্যাংক পরিচালনা, অনুমোদনহীন বিদেশী ওষুধ মজুত ও মেয়াদোত্তীর্ণ রক্ত রাখার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, র‌্যাব-২ এর সহযোগিতায় স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, হাসপাতালে ২৩ ধরনের বিদেশী ওষুধের মজুত পাওয়া গেছে, যার কোন অনুমোদন ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নেয়া হয়নি। হাসপাতালের ব্লাড ব্যাংকটির কোন অনুমোদনই ছিল না। ওই ব্লাড ব্যাংকে তিন ব্যাগ মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া গেছে। যার মেয়াদ শেষ হয়েছে দুইদিন আগে।
×