ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনীর ফল ৩১ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:২৩, ১৮ ডিসেম্বর ২০১৫

পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনীর ফল  ৩১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার একই দিনে প্রকাশ হচ্ছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল। ওইদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এরপর দুপুরে স্ব স্ব মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীর ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এদিকে একই দিন নতুন পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে ফল প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও একই দিনে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনী এবং অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। জানা গেছে, এবার ফল প্রকাশের জন্য দুই মন্ত্রণালয়ের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে দুই মন্ত্রণালয়ই, ৩১ ডিসেম্বর ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক-১) এ কে এম জাকির হোসেন ভূঁঞা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল জলিল জানিয়েছেন, রেওয়াজ অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। এরপর দুপুর একটায় সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক ঘণ্টা পর দুইটায় প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীর ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। গত ১ থেকে ১৮ নবেম্বর সারাদেশে অনুষ্ঠিত হয় এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নবেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বসে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী। অর্থাৎ দুই পরীক্ষায় অংশ নেয় প্রায় ৫৬ লাখ শিক্ষার্থী।
×