ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইএস নামে আদালতে যে ৪ জনের বিচার চলছে তারা কারা? - ফখরুল

প্রকাশিত: ০১:১১, ১৭ ডিসেম্বর ২০১৫

আইএস নামে আদালতে যে ৪ জনের বিচার চলছে তারা কারা? - ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশকে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত রাখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাসীরা তখনই সুযোগ পায় যখন দেশে গণতন্ত্র থাকে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন দেশে কোনো আইএস নেই। তাহলে আইএস নামে আদালতে যে ৪ জনের বিচার চলছে তারা কারা? বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, এবারের পৌর নির্বাচন নতুন ধরনের। কারণ, এবার দলীয় প্রতীকে এ নির্বাচন করা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই তা হচ্ছে ধানের শীষ প্রতীক যেহেতু দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় তাই এটাকে পরাজিত দেখাতে পারলে সরকারী দল অনেক সুবিধা পাবে। তার পরও আমরা নির্বাচনে নেমেছি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। সুষ্ঠু সঠিক নির্বাচন চাই, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে রক্ষা করতে চাই। সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী জোটে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটা গ্লোবাল ইস্যু। সৌদি আবর নিজেই আক্রান্ত্র হচ্ছে। বিরোধী জোটে অংশগ্রহণে বাকি আছে যে মুসলিম প্রধান দেশগুলো, সেগুলোতে সন্ত্রাস চলে যায় কি না সেটা দেখতে হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হোক। দেশকে যে কোনো সন্ত্রাসী অবস্থা থেকে আগলে রাখতে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুক। তিনি বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সত্যিকার অর্থে একটি অর্থবহ নির্বাচন প্রয়োজন। যেখানে জনগণ অবাধে ভোট দিতে পারবে। এ ধরনের একটি নির্বাচন করে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ফখরুল বলেন, দেশের সকল পেশাজীবী সংগঠনগুলা দখল করে নেওয়া হচ্ছে। আর সরকার মুখে বললেও বাস্তবে তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। দৈনিক আমারদেশ, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে রেখেছে। এটার নাম গণমাধ্যমের স্বাধীনতা নয়। ডিইউজের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, এম আবদুল্লাহ, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
×