ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেনাবাহিনী মোতায়নের দাবীতে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ ডিসেম্বর ২০১৫

সেনাবাহিনী মোতায়নের দাবীতে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারনায় বাঁধা প্রদান ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন নাটোর পৌরসভার বিএনপি মনোনিত মেয়র প্রার্থী এমদাদুল হক আল মামুন। এজন্য সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়নের জোর দাবী জানান তিনি। বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি শহরের বলারী পাড়া, হরিশপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির মেয়র প্রার্থী এমদাদুল হক আল মামুন নির্বাচনী প্রচারনা চালাতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা প্রদান করে প্রাণ নাশের হুমকি দেয়। এসময় সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীদের অকথ্য গালিগালাজ করে এলাকা থেকে জোর করে বের করে দেয়। এছাড়া এমদাদুল হক আল মামুনের পক্ষে নারী কর্মীরা প্রচারনা চালালে তাদের চুল কেটে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
×