ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৩শ কোটি টাকার নীচে লেনদেন

প্রকাশিত: ২৩:২৪, ১৭ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে ৩শ কোটি টাকার নীচে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারো দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগে সর্বশেষ লেনদেন দিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে মঙ্গলবারের আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৮ কোটি ৮ লাখ টাকা। লেনদেন কমার এ হার ১১.৭৩ শতাংশ। এর আগে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ২৭৪ কোটি ১৬ লাখ টাকা। এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কিছুটা বেড়েছে। মঙ্গলবার ২১ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন হলেও বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ২১ কোটি ৫৩ লাখ টাকা। অপরদিকে টানা ৭ দিন দরপতনের পর মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে ডিএসইর লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পতন অব্যাহত রয়েছে। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সারাদিনই সূচকে উর্ধগতি ছিল। শেষেও এই প্রবণতা ছিল। পুরোদিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬.৯০ পয়েন্ট। দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৪৫২০.৮৭ পয়েন্টে। মঙ্গলবার সূচক কমেছিল ১৯.৯৩ পয়েন্ট। দিনটিতে লেনদেনে অংশ নেয়া ৩১৯টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। দিনশেষে কোম্পানিটির ১৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলের লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা। ১১ কোটি ২৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লাফার্জ সুরমা, রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, বিএসআরএম স্টিল, আফতাব অটোমোবাইলস, কেডিএস এক্সেসরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৫.৯৩ পয়েন্ট কমে দিনশেষে ৮৪০০.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।
×