ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘স্বল্পোন্নত দেশগুলো বাজার সুবিধা চায়’

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ ডিসেম্বর ২০১৫

‘স্বল্পোন্নত দেশগুলো বাজার সুবিধা চায়’

অনলাইন ডেস্ক ॥ বাণিজ্যমন্ত্রী এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় এলডিসিভুক্ত দেশসমূহের সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পণ্য ও সেবা খাতে এলডিসিভুক্ত (স্বল্পোন্নত) দেশগুলো বাণিজ্যিকভাবে অর্থবহ বাজার সুবিধার অঙ্গীকার চায়, কোনো প্রতিশ্রুতি নয়।’ বিগত মিনিস্ট্রিয়াল মিটিংসমূহের সিদ্ধান্ত বাস্তবায়ন করা জরুরী বলেও জানান তিনি। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বুধবার এলডিসিভুক্ত দেশসমূহের সমন্বয়কারী হিসেবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তোফায়েল আহমেদ বলেন, ‘উন্নত বিশ্বে এলডিসিভুক্ত দেশসমূহের জন্য অর্থবহ শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। স্বল্পোন্নত দেশগুলোর জন্য গৃহীত বালি প্যাকেজ, দোহা রাউন্ড এজেন্ডা বেশকিছু উন্নত দেশ বাস্তবায়ন করলেও কিছু উন্নত দেশ এখনো সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। এলডিসিভুক্ত দেশসমূহ বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতায় বহুপাক্ষিক বাণিজ্য সুবিধার অগ্রাধিকার চায়। বাণিজ্য উদারীকরণ এবং ভারসাম্য নীতির ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশগুলোর সমান সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।’
×