ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্কার জয়ী এ্যাডেল ‘গান চোর’!

প্রকাশিত: ০৭:৪১, ১৭ ডিসেম্বর ২০১৫

অস্কার জয়ী এ্যাডেল ‘গান চোর’!

ব্রিটিশ পপ তারকা এ্যাডেল নাকি গানের সুর চুরি করেছেন। বলা হচ্ছে, এ্যাডেলের সদ্য প্রকাশিত এ্যালবাম ‘টুয়েন্টি ফাইভ’-এর ‘মিলিয়ন ইয়ারস এগো’ গানটি প্রায় মিলে যায় তুরস্কের প্রয়াত সঙ্গীত তারকা আহমেত কায়ার ‘আচিলারা তুতুনমাক’ শিরোনামের গানের সঙ্গে। সেটি ১৯৮৫ সালে রেকর্ড করা হয়। এরশানুর নামের এক টুইটার ব্যবহারকারী এ্যাডেলের দিকে অভিযোগের আঙুল তুলে টুইট করেন, ‘তুমি আমাদের থেকে চুরি করেছ।’ তুরস্কের অন্যতম জনপ্রিয় গায়ক আহমেত কায়া এক যুগেরও বেশি সময় আগে ফ্রান্সে নির্বাসিত অবস্থায় মারা যান। এই গায়কের গানের সুর অন্য কোন গানে ব্যবহৃত হচ্ছে, সেটি মেনে নিতে নারাজ তাঁর ভক্তরা। কিন্তু এ ব্যাপারে কী মত প্রয়াত সঙ্গীতশিল্পী কায়ার স্ত্রীর? ‘এ্যাডেল যদি সজ্ঞানে এই কাজটি করে থাকেন, তবে সেটা অপরাধের পর্যায়ে পরে। এছাড়া নয়।’ এমনটাই জানালেন তিনি তুর্কি দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে। তবে, এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি তুমুল জনপ্রিয় এই পপ তারকা।
×