ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিগোর ভোট রোনাল্ডোকে

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৫

ফিগোর ভোট রোনাল্ডোকে

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের ১১ জানুয়ারিতে জুরিখে ঘোষণা করা হবে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম। মেসি-রোনাল্ডো নাকি নতুন চমক নেইমার! চূড়ান্ত তিন তারকার কে হাসবেন শেষের হাসি? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে এখন চলছে ব্যাপক জল্পনা আর কল্পনা। কেউ মেসিকে, কেই রোনাল্ডোকে আর কেউবা এগিয়ে রাখছেন নেইমারকে। তবে পর্তুগালের সাবেক কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো এগিয়ে রাখছেন স্বদেশী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই। সাবেক বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ আর ইন্টার মিলানের এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘বর্ষসেরা হওয়ার তালিকায় যে তিনজন রয়েছে, তারা প্রত্যেকেই অসাধারণ ফুটবলার। যুক্তির বিচারে বার্সার কেউ এই ট্রফিটি পাবে। কিন্তু যদি ব্যক্তিগত পারফর্ম আর গোল সংখ্যা বিবেচনা করে ভোট দেয়া হয় তাহলে রোনাল্ডোর হাতেই উঠবে এই পুরস্কার।’ রোনাল্ডো-মেসি ছাড়া আর কে কে বর্তমান ফুটবল বিশ্বে দারুণ পারফর্ম করছেন? এমন প্রশ্নের জবাবে ফিগো বলেন, আমার মতে প্যারিস সেইন্ট জার্মেইর মার্কো ভেরাত্তি, বার্সার নেইমার আর বেয়ার্ন মিউনিখের ডগলাস কস্তা দারুণ ফুটবল খেলছেন। কিন্তু মেসি-রোনাল্ডোর মতো নয় তারা। গত মৌসুমে নেইমার-মেসি বার্সাকে ত্রিমুকুট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর রোনাল্ডো ম্যাচের পর ম্যাচে গোল করে চললেও দল হিসেবে রিয়াল কোন মেজর শিরোপা জিততে পারেনি। প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি-রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ভক্ত-সমর্থকদের মাঝে বিতর্কের শেষ নেই। ব্যালন ডি’অরে টানা আট বছর ধরেই এই দুজন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। সামাজিক যোগাযোগের মাধ্যমও এর বাইরে নয়! তবে ভক্ত সমর্থকদের কাছে জনপ্রিয়তার দৌড়ে এবার রোনাল্ডোর চেয়ে অনেক এগিয়ে মেসি। এলএম টেন আর সি আর সেভেনের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘চ্যারিটিবায’ অনলাইনে নিলাম প্রক্রিয়ার আয়োজন করে। আর মাত্র দু’দিন মেয়াদ রয়েছে। দু’জনের জন্যই প্রাথমিক মূল্য হিসেবে ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়। তবে এরই মধ্যে নিলাম- ডাকে রোনাল্ডোর তুলনায় মেসি অনেক এগিয়ে। এখন পর্যন্ত মেসির সঙ্গে দেখা করতে ২১ বিডে সর্বোচ্চ ধর উঠেছে ৩৫ হাজার ডলার। আর রোনাল্ডোর ক্ষেত্রে ১৫ বিডে নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র এক হাজার ডলারের বেশি মূল্যের প্রস্তাব উঠেছে। এতেই বোঝা যাচ্ছে, বার্সিলোনার আর্জেন্টাইন আইকনের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ পেতে ভক্ত-সমর্থকরা কতটা উদগ্রীব!
×