ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস স্মরণে পাকশী রেলওয়ের ক্রীড়া

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবস স্মরণে পাকশী রেলওয়ের ক্রীড়া

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণীয় করে রাখতে এবং বিজয় দিবসের গুরুত্ব ও ইতিহাসকে শিশু-কিশোরসহ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পক্ষ থেকে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। জিএম খায়রুল আলমের নির্দেশনায় পাকশীর ডিআরএম আফজাল হোসেনসহ অন্য উর্ধতন কর্মকর্তারা এসব খেলাধুলা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। বিকেলে পাকশী মাঠে কর্মকর্তা একাদশ বনাম কর্মচারী একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ খেলায় উভয় দলে ৩৪ জন করে ৬৮ খেলোয়াড় অংশ নেন। খেলায় কর্মকর্তা একাদশ ৩-০ গোলে কর্মচারী একাদশকে পরাজিত করে। বিকেলে ভদ্রা রেলওয়ে মাঠে প্রথম শ্রেণীর কর্মকর্তা একাদশ বনাম দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা একাদশের মধ্যে বিশ মিনিটের এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী একাদশ বনাম চতুর্থ শ্রেণীর কর্মচারী একাদশের মধ্যে বিশ মিনিটের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা একাদশ ও প্রথম শ্রেণীর কর্মকর্তা একাদশের মধ্যে গোল শূন্যভাবে ড্র হয়। অপরদিকে তৃতীয় শ্রেণীর কর্মচারী একাদশের কাছে চতুর্থ শ্রেণী কর্মচারী একাদশ ১-০ গোলে পরাজিত হয়। একই মাঠে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে দৌড় প্রতিযোগিতা, মোরগযুদ্ধ, স্মরণশক্তি পরীক্ষা এবং মহিলাদের পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জিএম খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জিএম মাহাবুবুল আলম, প্রধান প্রকৌশলী মাহবুবুল আলম বকস্,ি চীফ কমান্ডেন্ট শাহ আলম ভুইয়া, সিসিএম মিহির কান্তিগুহু, এজিএম সুজিত কুমার রায় ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সুবক্তগীন। পাকশী মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ডিআরএম আফজাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিইএন-১ আবু জাফর মিয়া, ডিইএন-২ আসাদুল হক, ডিএমই লোকো একেএম কামরুজ্জামান, ডিএমই ক্যারেজ শেখ হাসানুজ্জামান, ডিসিও আহসানউল্লা ভূঁইয়া, ডিটিও শওকত জামিল মৌসি, কমান্ডেন্ট আশাবুল হক, ডিপিও সদর আলী, ডিএসটিই মিজানুর রহমান, ডিইই খায়রুল ইসলাম। অন্যদিকে একই সময় সাঁড়ামাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত খেলায় মুক্তিযোদ্ধা সংসদ একাদশ উপজেলা পরিষদ একাদশকে ৪-২ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ পুরস্কার বিতরণ করেন।
×