ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালীগঞ্জে তোপধ্বনিকালে পটকা বিস্ফোরণ ॥ আহত ২

প্রকাশিত: ০৬:২২, ১৭ ডিসেম্বর ২০১৫

কালীগঞ্জে তোপধ্বনিকালে পটকা বিস্ফোরণ ॥  আহত ২

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ ডিসেম্বর ॥ কালীগঞ্জে বিজয় দিবসের তোপধ্বনির সময় পটকা বিস্ফোরণে আনসার সদস্যসহ ২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পটকা ফাটিয়ে ৩১ বার তোপধ্বনি করার সময় এ ঘটনা ঘটে। এ সময় পটকা বিস্ফোরিত হয়ে কালীগঞ্জ থানায় কর্মরত আনসার সদস্য মোঃ মুক্তার হোসেন মুক্তি (৩০) এবং ওই থানায় কর্মরত স্থানীয় ইলেক্ট্রিশিয়ান কালাম হোসেন (৩২) আহত হয়। জানা গেছে, আহত আনসার সদস্য মুক্তির বাম হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে এদের মধ্যে আনসার সদস্য মুক্তির অবস্থা আশঙ্কাজনক।
×