ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গী হামলার পর খুলল মালির হোটেল

প্রকাশিত: ০৬:১৬, ১৭ ডিসেম্বর ২০১৫

জঙ্গী হামলার পর খুলল মালির হোটেল

মালির রাজধানী বামাকোর বিলাসবহুল রেডিসন ব্লু হোটেলে ইসলামী জঙ্গীদের হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে হোটেলটি পুনরায় খুলে দেয়া হয়েছে। হোটেলটি খুলে দেয়ার অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোওবাকার কেটিয়া বলেন, জিহাদীর বিরুদ্ধে এটি জীবনের জয়। ওই হামলায় দুই হামলাকারীসহ ২২ জন নিহত হন। সোমবার মালির সরকারী আইন কর্মকর্তা বলেন, হামলাকারীরা অবশ্যই সোমালী। তবে তদন্তকারীরা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন। সোমালিয়ার ইসলামী জঙ্গীগোষ্ঠী আল-শাবাব এই অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করেনি। খবর ওয়েবসাইটের। এর আগে তিনটি জিহাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছিল। এর মধ্যে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক মাগরিবও (একিউআইএম) রয়েছে। রেডিসন ব্লু হোটেলের ম্যানেজার গ্যারি ইলিস জানিয়েছেন, হোটেলের চারদিকে বেড়া দেয়া হয়েছে এবং মালামাল পরীক্ষার জন্য স্ক্যানার বসানো হয়েছে। তিনি বলেন, আমরা বিজয়ীর উৎসাহ নিয়ে আমাদের কর্মকাণ্ড পুনরায় শুরু করেছি।
×