ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে সিঙ্গার বিডি

প্রকাশিত: ০৬:১৪, ১৭ ডিসেম্বর ২০১৫

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে সিঙ্গার বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানী সিঙ্গার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে আরও জানা যায়, কোম্পানিটি গত ১৩ ডিসেম্বর লভ্যাংশের টাকা পাঠিয়েছে। এছাড়া যাদের লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে পাঠানো যায়নি, তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। প্রসঙ্গত, প্রকৌশল খাতের এ কোম্পানিটি ৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×