ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংরক্ষিত আসন বৃদ্ধি

প্রকাশিত: ০৫:৪২, ১৭ ডিসেম্বর ২০১৫

সংরক্ষিত আসন বৃদ্ধি

বাসে শাহবাগ যাচ্ছি। পাশের সিট খালি হলে বাসযাত্রী এক ভদ্র মহিলাকে ইশারা করে সেই খালি সিটটায় বসতে অনুরোধ করতেই উনি হাসিমুখে বললেন, ‘এটা তো মহিলা আসন নয়, তাছাড়া আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বরং আপনিই বসুন’। দ্বিতীয়বার বসার অনুরোধ করতে না করতেই দাঁড়ানো আরেকজন ভদ্রলোক সেই আসনটায় বসে ধন্যবাদসূচক একটা হাসি দিলেন। ভদ্রলোকটিকে কি বলব বুঝতে পারলাম না। বাসটি শাহবাগ এসে থামলে আমি নেমে যাই। জানি না সেই ভদ্রমহিলা এই গাদাগাদি করা লোকজনের ভিড়ে দাঁড়িয়ে কতদূর যাবেন। সেই বাসে যদি আর একটা মাত্র সংরক্ষিত মহিলা আসন থাকত তাহলে সেই ভদ্রমহিলাকে আর অপরিচিত দশজন পুরুষের সঙ্গে গাদাগাদি করে গন্তব্যস্থলে যেতে হতো না। অবশ্য সংরক্ষিত আসন ছাড়া বাদবাকি সব আসনে নারী ও পুরুষ উভয় যাত্রীর রয়েছে সমান অধিকার। যদিও এখনও অনেক নারী সেসব আসনে বসতে স্বচ্ছন্দ বোধ করেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত দ্রুত সম্ভব এই সব গণপরিবহনে সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি করা হোক। নারায়ণগঞ্জ থেকে
×